টিডিএন বাংলা ডেস্ক : আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য মেডিক্যালে ১০% আসন সংরক্ষণ নিশ্চিতের ব্যাপারটি নিয়ে সংশয় প্রকাশ করল মাদ্রাজ হাইকোর্ট। আদালত জানিয়েছে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে হবে।
ডাক্তারি ও ডেন্টাল পড়ার ক্ষেত্রে ২৭% আসন সংরক্ষিত থাকবে অনগ্রসর শ্রেণির জন্য। সম্প্রতি এমনই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও জানিয়েছিলেন, আর যারা আর্থিক ভাবে দুর্বল তাদের জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে। এই ঘোষণার পর মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএমকে। কেন্দ্রের এই সিদ্ধান্তে আদালত অবমাননার দাবি তোলে তারা।
২০০৭ এ প্রথম চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার জন্য সংরক্ষণের কথা ঘোষণা করে শীর্ষ আদালত। ওই বছর তফশিলি জাতির জন্য ১৫% আর তফশিলি উপজাতিদের জন্য সাড়ে ৭ শতাংশ সংরক্ষণ চালু হয়। ওই বছর কার্যকর হয় সেন্ট্রাল এডুকেশন ইনস্টিটিউশন (রিজার্ভেশন) আইন। যার ফলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনগ্রসর শ্রেণির জন্য ২৭% কোটা চালু হয়। ডিএমকে আবেদনের পর হাইকোর্টের প্রধান বিচারপতির সন্দীপ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পিডি আদিকেশভালু জানান, মেডিক্যালে ২৭% আসন অনগ্রসর শ্রেণি বা ওবিসি দের জন্য সংরক্ষিত হলে আপত্তি নেই। তবে ডিএমকে যে ৫০% আসন অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের দাবি তুলেছে, তার সম্ভব নয় বলে জানিয়েছে আদালত। বেঞ্চ জানিয়েছে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ১০% সংরক্ষণ চালু করতে সুপ্রিমকোর্টের অনুমতি দরকার।