টিডিএন বাংলা ডেস্ক : যত কাণ্ড উত্তরপ্রদেশে! করোনা থেকে বাঁচতে দরকার ভ্যাকসিনের ২টি ডোজ। কিন্তু উত্তরপ্রদেশে বুথস্তরের এক বিজেপি নেতা ২টি ডোজ নয়। নিয়েছেন ৫টি ডোজ! এমনকী ষষ্ঠ ডোজটি তিনি কবে নেবেন তাও জানানো হয়েছে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের মীরাট জেলার সারধনার বিজেপি নেতা রামপাল সিং। ৭৩ বছরের এই বিজেপি নেতা ইতিমধ্যেই করোনা টিকার দুটি ডোজ পেয়ে গিয়েছেন। প্রথম ডোজটি তিনি পান গত ১৬ মার্চ। পরের ডোজটি পেয়েছেন গত ৮ মে।টিকার শংসাপত্র ডাউনলোড করতেই ভুলে গিয়েছিলেন। সম্প্রতি এক সহকর্মী তাঁকে জানান, কোথাও যেতে গেলে প্রয়োজন পড়ছে টিকাগ্রহণের শংসাপত্রের। শুনেই তড়িঘড়ি ডাউনলোড করেন সেই সার্টিফিকেট।যা দেখে চোখ কপালে উঠার জোগাড় ওই বিজেপি নেতার। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে টিকার ৬ নম্বর ডোজটি তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়েছে শংসাপত্রে।গোটা ঘটনার দায় চাপিয়েছেন স্বাস্থ্য দফতরের ঘাড়ে।
রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা বলছেন, মজা করেই কেউ এই কাজ করতে পারেন। তবে এর পিছনে চক্রান্তেরও আশঙ্কা করছেন কোনও কোনও সরকারি কর্তা। শংসাপত্রে মারাত্মক এই ভুল থাকার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নড়েচড়ে বসেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারাও। ঘটনাটি দতন্ত করে দেখা হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।