টিডিএন বাংলা ডেস্ক : কাশ্মীর নিয়ে কেন্দ্রের চিন্তা নতুন নয়। কিন্তু সম্প্রতি যেভাবে রক্ত ঝরছে উপত্যকায় তা বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের। জম্মু-কাশ্মীরে ভিন রাজ্যের অধিবাসীদের উপরে লাগাতার জঙ্গি আক্রমণ। অন্যদিকে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। দুটি ভিন্ন প্রকারের প্রেক্ষাপটে গোটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে বিভিন্ন রাজ্যের পুলিশ প্রধান এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়? সরকারি সূত্রের দাবি, এই বৈঠকে দেশের প্রতিটি রাজ্যের পুলিশ প্রধানদের অতিরিক্ত সর্তকতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। ভারত সরকারের বিদেশমন্ত্রক নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকারের সঙ্গে। ওপার বাংলার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সংলগ্ন রাজ্যগুলোতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শাহ। দেশে শুরু হয়েছে উৎসবের মরশুম। বিষয়টিকে মাথায় রেখে কোনও মৌলবাদী সংগঠন বা অন্য কেউ যাতে কোনও অপপ্রচার, উস্কানিমূলক প্রচার চালিয়ে হিংসায় প্ররোচনা দিতে না পারে, সেইজন্য বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
এই মুহূর্তে তীব্র মাথা ব্যথার কারণ জম্মু-কাশ্মীর। জঙ্গিদের গুলিতে প্রাণ হারাচ্ছেন ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। গত ১৫ দিনে ১১ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার জেরে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী কাশ্মীরে রয়েছেন ৫০ হাজার পরিযায়ী শ্রমিক। খুব শীঘ্রই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।