HighlightNewsদেশ

‘সূর্য নমস্কার’ ইসলাম বিরোধী, সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক, জানালো ‘মুসলিম পার্সোনাল ল বোর্ড’

টিডিএন বাংলা ডেস্ক : ৭৫তম স্বাধীনতা দিবসে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে সূর্য নমস্কার করার ব্যাপারে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মোদী সরকার। কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। ‘মুসলিম পার্সোনাল ল বোর্ড’ তার বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ‘সূর্য নমস্কার’ করা মানে সূর্যের পূজা করা, আর সূর্যের পূজা করা সম্পুর্ণ রূপে ইসলামী শরিয়াত বিরোধী। যা লঙ্ঘন করা কোনো মুসলিমের পক্ষে কোনো মতেই সম্ভব নয়।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তের সমালোচনা করে মঙ্গলবার প্রকাশ করা ওই বিবৃতি বলা হয়েছে, “ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। এ দেশ বহু সংস্কৃতি ও বহু ধর্মের মিলন ক্ষেত্র। এই মন্ত্রের ওপর ভিত্তি করেই লেখা আমাদের সংবিধান। কোনও সরকারি স্কুলের পঠন পাঠনে কোনও বিশেষ ধর্মের শিক্ষা দেওয়ার কথা সংবিধানে বলা হয়নি। অথবা কোনও বিশেষ ধর্মের উৎসব উদযাপনও করা যায় না।” একইসঙ্গে মোদী সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও দেশভক্তির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

বোর্ডের জেনারেল সেক্রেটারি মৌলানা খালিদ সইফুল্লাহ রহমানি বলেন, মুসলিম পড়ুয়াদের পক্ষে এই সূর্য নমস্কারে অংশ নেওয়া কোনো ভাবেই সম্ভব নয়। পাশাপাশি তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী। তারা দেশের সর্বত্রো সংখ্যাগুরুর আদর্শ ও ঐতিহ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য যে, আজাদি কা অমৃত মহোৎসব পালনের অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্কুলে স্কুলে পড়ুয়াদের সূর্য নমস্কার করার নির্দেশিকা জারি করেছিল। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে দেশের ৩০ হাজার স্কুলে এই উদ্যোগ নেওয়া হবে। ১ থেকে ৭ জানুয়ারি সেই কর্মসূচী চলবে। পাশাপাশি ২৬ জানুয়ারি সূর্য নমস্কার নিয়ে একটি কনসার্টের আয়োজন করার কথাও বলেছে কেন্দ্র। খবরে প্রকাশ, ইউজিসি-র সচিব রজনীশ জৈন ইতিমধ্যেই দেশের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৪০ হাজার কলেজের অধ্যক্ষদের চিঠি দিয়ে ৩ লক্ষ পড়ুয়া যাতে এই সূর্য নমস্কার কর্মসূচিতে অংশ নেয় তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
error: