সাসপেন্ড ৪ সাংসদকে ফোন কেন্দ্রের?

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : বিরোধী দলের ৪ জন সাংসদকে ফোন করা হয় কেন্দ্রের তরফে। তাদেরকে ধর্না প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ওই চারজনের বাইরে অন্যদের ফোন করা হয়নি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের।

তৃণমূলের দাবি, বিরোধী দলের চারজন নেতাকে ফোন করে সংসদে ঘুরপথে ফেরানোর চেষ্টা করছিলেন সরকারপক্ষের নেতারা। যদিও তাতে কেউ সায় দেয়নি বলে দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়নের। টুইটারে তিনি একথা জানান।

ডেরেকের দাবি, কোনওভাবেই বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারবে না শাসক দল। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সরকারপক্ষের অভিযোগ, সাসপেনশন ইস্যুতে শীতকালীন অধিবেশন রোজ মুলতুবি করে দিতে হচ্ছে। বিরোধীরা অধিবেশন হতে দিচ্ছে না।