টিডিএন বাংলা ডেস্ক : শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড ডেরেক ও’ব্রায়ন। রাজ্যসভা থেকে ১২জন সাংসদকে সাসপেন্ডের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এরজেরে অভব্যতা করেছেন বলে অভিযোগ ওঠে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।
মঙ্গলবার ঘাসফুল শিবিরের এই সাংসদ উচ্চকক্ষের চেয়ারপার্সনের দিকে রুলবুক ছুঁড়ে মারেন বলে অভিযোগ। সেই অভিযোগে ডেরেককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ডেরেক টুইটারে লেখেন, ‘এর আগে আমায় সাসপেন্ড করা হয়েছিল, তিন কৃষি আইনের প্রতিবাদে সরব হয়েছিলাম। তারপর কী হয়েছিল, তা সকলের জানা। আর আজ, সাসপেন্ড করা হল যেহেতু সংসদকে বিজেপির হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া এবং নির্বাচনী আইন সংস্কার বিলের বিরোধিতা করছিলাম।”
লোকসভায় পাস হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাবসহ নির্বাচনী আইন সংস্কার হয়। মঙ্গলবার এই বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা হয়। সরকারের এই বিল পাশের বিরোধিতা করে বিরোধীরা।