প্রয়াত কাশ্মীরের হুরিয়ত প্রাক্তন নেতা সৈয়দ আলি শাহ গিলানি

টিডিএন বাংলা ডেস্ক : চিরঘুমের দেশে পাড়ি জমালেন কাশ্মীরের হুরিয়েত কনফারেন্সের প্রাক্তন প্রধান সৈয়দ আলি শাহ গিলানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ শ্রীনগরের হায়দরপুরা এলাকায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব।

১৯২৯ সালের ২৯ সেপ্টেম্বর কাশ্মীর বান্দিপোরায় জন্মগ্রহণ করেন গিলানি। খুব অল্প দিনের মধ্যেই জামায়াতে ইসলামি কাশ্মীরের প্রধান হয়ে ওঠেন। বরাবরই গিলানি স্বপ্ন দেখতেন স্বাধীন কাশ্মীরের। টানা তিনবার তিনি সোপোর বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরে কাশ্মীরে তেহরিক-ই-হুরিয়ত তৈরি করেন। উপত্যকার দলগুলির সংগঠন অল পার্টি হুরিয়াত কনফারেন্স এর চেয়ারম্যান দীর্ঘদিন ছিলেন তিনি। ২০২০ সালে হুরিয়তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সেই বছরই তাকে নিশান-ই -পাকিস্তান সম্মানে ভূষিত করে ইমরান খানের সরকার।

অন্যদিকে সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যুর পরে উপত্যকার নিরাপত্তাব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, কাশ্মীরের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। দক্ষিণ অনন্তনাগ থেকে হুরিয়ত নেতা মুখতার আহমদ ওয়াজাকে গ্রেফতার করা হয়েছে। গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহবুবা মুফতি। টুইটারে তিনি লেখেন, “উপত্যকার প্রবীণ নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার সঙ্গে অনেক ক্ষেত্রেই মতের মিল হয়নি। কিন্তু তার স্বাধীনচেতা মনোভাবকে কুর্নিশ জানাই।”