HighlightNewsদেশ

ইউপিএসসিতে প্রথম চারে রয়েছেন মহিলারাই, শীর্ষে জেএনইউ-এর প্রাক্তনী

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল।ইউপিএসসিতে প্রথম চারে রয়েছেন মহিলারাই। শীর্ষ স্থান অধিকার করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শ্রুতি শর্মা। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় সফল হয়েছেন ৬৮৫ জন পরীক্ষার্থী। এবারের ফলাফলে সাফল্যের নিরিখে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। মেধাতালিকায় প্রথমে রয়েছেন শ্রুতি শর্মা, দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় স্থানে রয়েছেন চণ্ডীগড়ের যামিনী শিংলা এবং চতুর্থ স্থানে রয়েছেন ঐশ্বর্য বর্মা। পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন উৎকর্ষ দ্বিবেদী।

এবছরের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শ্রুতি শর্মা। দিল্লির বাসিন্দা শ্রুতি স্কুলের গণ্ডি টপকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন। এরপর তিনি যোগ দেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। একইসঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্টসিয়াল কোচিং সেন্টারে। ওই কোচিং সেন্টার থেকে শ্রুতির সাথেই দেশের এই সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেছেন ২৩ জন পরীক্ষার্থী।

ইউ পি এস সি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে লেখেন,”সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা। আমরা যখন দেশজুড়ে আজাদীর অমৃত মহোৎসব পালন করছি, সেই গুরুত্বপূর্ণ সময় এই নবপ্রজন্ম আমলা হিসেবে দেশের সেবায় নিজেদের নিয়োগ করছেন। ভবিষ্যতের জন্য তাঁদের অনেক শুভেচ্ছা।”

Related Articles

Back to top button
error: