টিডিএন বাংলা ডেস্ক: গতকাল শুক্রবার সকাল থেকে মধ্যপ্রদেশের ভোপাল শহরের নিকটবর্তী ঘাসিপুরার এঁটখেড়িতে শুরু হয়েছে তবলিগে জামাতের বিশাল ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। এবারের ৭৪তম বিশ্ব ইজতেমায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ একরেরও বেশি জায়গায় বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে মানুষের থাকার জন্য। করোনা মহামারীর বিধিনিষেধ থাকার কারণে গত বছর ৭৪ তম বিশ্ব ইজতেমায় ঐতিহ্য মনে বিদেশি জামাত আসতে পারেনি। তবে এবারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোপালের এই ইজতেমায় অসংখ্য জামাত অংশগ্রহণ করার কথা। মূলত সারা দেশের বিভিন্ন প্রান্তের উলেমারা ইসলামের দাওয়াতি কাজের উপর বক্তব্য রাখবেন।
খবরে প্রকাশ, এই ইজতেমার জন্য ১২৫টি প্যান্ডেল, ৮০টি ফুড জোন ও ওজুর জন্য ১৬ হাজার ট্যাপের আয়োজন করা হয়েছে। অগ্নি নিরোধকের বিষয়ে কর্পোরেশনও ব্যবস্থা নিয়েছে। ১০ টি ফায়ার ব্রিগেড এবং ৫০ জনেরও বেশি কর্মী ২৪ ঘন্টা মোতায়েন করা হবে। যাতে প্রায় ১০ লাখ সমাগম হওয়ার আশা করছেন ইজতেমা কর্তৃপক্ষ। বিগত বছরগুলোর তুলনায় এ বছর জামায়াতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গত বছর করোনার কারণে বিদেশি জামাত না এলেও এবারে বিদেশি জামাতের আসার কথা রয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আফগানিস্তান, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে জামায়াত এসে থাকে এই বিশ্ব ইজতেমায়।
এদিকে এই বিশ্ব ইজতেমায় যাতে কোনো ভাবেই অপ্রিতিকর কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে প্রায় ২,২০০ সৈন্য মোতায়েন করা হচ্ছে এবং ২৬ টি অস্থায়ী পুলিশ পোস্ট স্থাপন করা হচ্ছে। এ ছাড়া প্রায় ২৫০ জন ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হচ্ছে। পুরো অনুষ্ঠান চলাকালীন একটি সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করা হচ্ছে। ইজতেমা ব্যবস্থাপনার বিশেষ দায়িত্বে রয়েছেন জাভেদ মিয়া কাঞ্জে, মৌলভী মিসবাহ উদ্দিন, হাকিম সাহেব, মুন্নে মিয়া প্রমুখ।