করোনা আক্রান্ত তসলিমা নাসরিন

টিদিএন বাংলা ডেস্ক : এবার করোনা আক্রান্ত হলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। টুইট করে নিজেই জানালেন সে আক্রান্ত হবার কথা। তবে তাঁর করোনার নমুনা টেস্টের পর পজিটিভ আসায় বিস্ময় প্রকাশ করেছেন লেখিকা।

টুইটে তসলিমা লেখেন, ‘‘আমি এক বছরের বেশি সময় ধরে আমার বাড়ির বাইরে যাইনি। কাউকে আমার বাড়িতে ঢুকতেও দেইনি। বাড়িতে একটি বিড়ালের সঙ্গে আমি একা থেকেছি এবং তারপরও আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। যদি জানতে পারতাম কীভাবে আমি আক্রান্ত হলাম।”

সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত লেখিকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই অনেকেই লেখিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তসলিমা করোনা ভাক্সিনের প্রথম ডোজও নিয়েছিলেন। করোনা নিয়ে খুবই সচেতন তসলিমা নাসরিন। করোনা কালে দিল্লিতে তবলিগ জামাতের মারকাজে জমায়েত নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন তিনি। ভারতে করোনা ছড়ানোর জন্য তবলিগি ইজতেমাকে দায়ি করার সাথে সাথে নিষিদ্ধ করার দাবি জানান এই বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এই লিখেই তিনি খ্যন্ত ছিলেন না। এমনকি তবলিগি জামাতের সাথে সন্ত্রাসের যোগ-সাজোশ দিয়ে টুইটে তিনি লেখেন , ‘সন্ত্রাস ছড়ানোর পিছনে জামাতের পরোক্ষ যোগ থাকে। ‘ উজবেকিস্তান, তাজাকিস্তান, কাজাখস্তান নাকি তবলিগি জামাতকে নিষিদ্ধ করেছে। অবশ্য তসলিমা প্রদত্ত খবরটি মিথ্যা।

উল্লেখ্য, তসলিমা নাসরিনের কিছু লেখা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ তুলে তার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হওয়ায় ১৯৯৪ সালে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। বর্তমানে সুইডেনের পাসপোর্টধারী হিসেবে ভারতের দিল্লিতে বসবাস করছেন তিনি। মাঝে কিছু বছর কলকাতাতেও ছিলেন। ২০২১ বিধানসভা ভোটের আগে মোদী–শাহের দিকে প্রশ্ন ছুঁড়েছিলেন, ‘২০০৭ সালে পশ্চিমবঙ্গ থেকে আমায় ছুড়ে ফেলে দিয়েছিল সিপিআইএম। ২০০৯ সাল থেকে আমার পশ্চিমবঙ্গ প্রবেশ আটকে রেখেছে। বিজেপি যদি আসল পরিবর্তন আনে তবে এবার কি আমি বাংলায় ঘুরতে যেতে পারবো?‌’‌