সোশ্যাল মিডিয়াকে টাটা রাজকুন্দ্রার, লজ্জা নাকি সমালোচনা এড়ানোর চেষ্টা?

টিডিএন বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়াকে টাটা জানালেন বলিউড ডিভা শিল্পা শেঠির স্বামী। ট্যুইটার, ইনস্টাগ্রাম সব কটি প্রোফাইল ডিলিট করেছেন রাজ কুন্দ্রা। গুঞ্জন শোনা যাচ্ছে, পর্নকাণ্ডে নাম জড়াতেই নানা সমালোচনা উঠে আসছে তাঁর বিরুদ্ধে। এরজেরেই এই সিদ্ধান্ত নেন রাজ।

পর্নকাণ্ডে নাম জড়াতেই সোশ্যাল মিডিয়া থেকে পাত্তারি গোটালেন রাজ কুন্দ্রা। ১৯ জুলাই বাড়ি থেকে গ্রেফতার হন শিল্পা শেট্টির স্বামী। তারপর একাধিকবার তাঁর জামিনের আবেদন নাকচ হওয়ার পর শেষমেশ ছাড়া পেয়েছেন ২০ সেপ্টেম্বর। পর্নফিল্ম অ্যাপ তৈরির অভিযোগ উঠেছিল রাজের বিরুদ্ধে। এরপরই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাজ। সোশ্যাল মিডিয়া থেকে তাঁর সমস্ত প্রোফাইল ডিলিট করে দিলেন। রাজের এই সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট মন্তব্য না করলেও, শিল্পা শেট্টি ইনস্টাগ্রামে লিখলেন, ‘জীবনে অনেক সময় এরকম আসে, যখন নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিতে হয়। হয়তো নিজের জীবনকে অন্যভাবে দেখার জন্যই…।”

তবে স্বামী বিদায় নিলেও শিল্পা কিন্তু বেজায় সক্রিয় নেটমাধ্যমে। শিল্পার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই তাঁর রোজকার আপডেট পাওয়া যায়।