বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় শিক্ষকরা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: বেতন বৃদ্ধি সহ
নানান দাবি দাওয়া নিয়ে কলকাতায় আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ, শিক্ষাবন্ধু যৌথমঞ্চ, পার্শ্ব-শিক্ষক সংগঠন, এসএসকে এমএসকে শিক্ষক সংগঠন, বৃ্ত্তিমূলক শিক্ষক সংগঠন, কম্পিউটার শিক্ষকদের সংগঠন, মাদ্রাসা শিক্ষক সংগঠন সহ ১৩টি সংগঠনের প্রতিনি‌ধিরা। মঙ্গলবার তাদের আন্দোলনকে কেন্দ্র করে এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু তাতেও দমে না থেকে আজ একই দাবিতে ফের পথে নামছেন শিক্ষকরা। মঙ্গলবার রাতেই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসেন তারা। সকালেই ফের মিছিল শুরু করে দেন। উল্লেখ্য, গত সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ১৩ সংগঠনের নেতৃবৃন্দ।