Highlightপ্রযুক্তি

“ব্যক্তিগত কথাবার্তা পড়তে বা শুনতে পায় না”- স্ট্যাটাস দিয়ে জানাল হোয়াটসঅ্যাপ

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসিতে বদল আনার খবরে দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই মেসেজিং অ্যাপ ডিলিট করতে শুরু করেছেন। বিপদে পড়ে রবিবার হোয়াটসঅ্যাপ নিজেদের অ্যাকাউন্ট থেকে ‘স্ট্যাটাস’দিয়ে জানাল, আপনার গোপনীয়তা রক্ষা করতে তারা দায়বদ্ধ। অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই ঘুম থেকে উঠেই রবিবার সকালে নিজের হোয়াটসঅ্যাপে চোখ বুলিয়ে খানিক হকচকিয়ে যান। কারণ, হঠাৎ আগন্তুকের মত ‘স্ট্যাটাস’ দিয়েছে তাঁদের পরিচিত কোনও বন্ধু বা আত্মীয় নয়, হোয়াটসঅ্যাপ সংস্থা। সেখানে ৪টি স্ট্যাটাসে ব্যবহারকারীদের কাছে বার্তা দিয়ে বলা হয়েছে, ‘আমরা আপনার গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ’, ‘এন্ড-টু-এন্ড ইনক্রিপশন আছে বলে, হোয়াটসঅ্যাপ আপনার ব্যক্তিগত কথাবার্তা পড়তে বা শুনতে পায় না’, ‘হোয়াটসঅ্যাপ আপনার শেয়ার করা লোকেশন দেখতে পায় না’এবং ‘হোয়াটসঅ্যাপ আপনার কনট্যাক্টস ফেসবুককে জানায় না’।

 

Related Articles

Back to top button
error: