টিডিএন বাংলা ডেস্ক : অরুণাচলপ্রদেশের এক ১৭ বছরের কিশোরকে অপহরণ। অভিযোগ চিনের বিরুদ্ধে। বুধবার রাতে এমনই অভিযোগ তুলে টুইট করেছেন বিজেপি সাংসদ তাপির গাও।
তিনি লিখেছেন, মঙ্গলবার ভারতে ঢুকে লুংটা জোর এলাকা থেকে মিরাম তারোন নামে ওই কিশোরকে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। নিজের টুইটার হ্যান্ডেলে ওই কিশোরের ছবিও প্রকাশ করেছেন তিনি। সাংসদ আরও জানিয়েছেন, তারোনের বন্ধু জনি ইয়াইং লাল ফৌজের হাত থেকে কোনওমতে পালিয়ে এসে গোটা বিষয়টি জানান। অপহৃত যুবককে ফিরিয়ে আনতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন তাপির।
স্থানীয় সূত্রে খবর, মিরাম তারোন নামে ওই কিশোর মঙ্গলবার তার এক বন্ধুর সঙ্গে ভারত-চিন সীমান্তের লুংটা জোর এলাকায় শিকারে গিয়েছিল। এরপরেই তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই জায়গা থেকেই চিনা সেনারা তাঁকে অপহরণ করে বলে অভিযোগ। মিরামের বন্ধু জনি ইয়াইং অল্পের জন্য ওই সেনাদের হাত থেকে রক্ষা পেয়ে ফিরে এসে পুরো বিষয়টি সকলকে জানায়। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকেও।
অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ওই টুইটে তিনি লেখেন, ‘গণতন্ত্র দিবসের কিছুদিন আগেই এক ভারতীয় যুবককে অপহরণ করেছে চিন। আমি ওই যুবক মিরম তারনের পরিবারের পাশে আছি এবং কোনোভাবেই হার মানব না।’ এরপরেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিষ্ঠুর নীরবতাই প্রমাণ করে যে তাঁর এই ঘটনায় কিছুই এসে যায় না।’