তেজস্বীর বিয়ে! আজ বা কাল আশীর্বাদ

টিডিএন বাংলা ডেস্ক : জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন লালুপুত্র তেজস্বী যাদব। আজ অথবা আগামিকাল নয়াদিল্লিতে হবে রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু যাদবের ছেলে তেজস্বী যাদবের আশীর্বাদ। সেই উপলক্ষে পুরো পরিবার এখন দিল্লিতে।

সূত্রের খবর, ৫০জন মতো বিশেষ আত্মীয় আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দেবেন। লালুর ৭ মেয়ে ২ ছেলে। সবথেকে ছোট তেজস্বী। দলে লালু যাদবের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তেজস্বীকেই বিবেচনা করা হয়। লালুর অনুপস্থিতিতে তিনি সব সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে আরজেডি রাজ্যের বিরোধীদল। আর তাই তেজস্বী বিহারের প্রধান বিরোধী দলনেতা।

তেজস্বীর বড় দাদা তেজ প্রতাপের বিয়ে হলেও ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৭ সালে চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে বিয়ে হয়েছিল তেজের। বিবাহ-বিচ্ছেদের সময় তেজ এবং ঐশ্বর্য একে অপরের বিরুদ্ধে বহু অভিযোগ এনেছিলেন। যাদব পরিবারে ওই ঘটনার ৩ বছর পর ফের বাজতে চলেছে বিয়ের সানাই। তবে এবার পাত্র লালুর ছোট ছেলে।