HighlightNewsদেশ

মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭, শোকপ্রকাশ মোদি-যোগীর

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত ব্যক্তির। আহত হয়েছেন দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তিরা একই পরিবারের সদস্য ছিলেন। তাঁরা এদিন সকালে হারদোইতে একটি বিয়ে বাড়ি থেকে যমুনা এক্সপ্রেস হয়ে নয়ডা ফিরছিলেন। ভোর পাঁচটা নাগাদ একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির আচমকা সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যে দুজন আহত হয়েছেন, তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সুপার (গ্রামীণ) শ্রীশ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাড়ির যাত্রীরা ইউপির হারদোই জেলার বাসিন্দা। তাঁরা নয়ডায় ফিরছিলেন, যেখানে তাঁরা বর্তমানে থাকেন। তিনি আরো বলেন,”শনিবার ভোর পাঁচটার দিকে গাড়িটির একটি অজানা গাড়ির সাথে ধাক্কা লাগে। যেহেতু গাড়িটি প্রচন্ড গতিতে চলছিল তাই, সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং দুজন গুরুতর আহত হয়েছেন।”

মথুরা পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন,”নিহত সাত জনের মধ্যে তিনজন মহিলা, তিনজন পুরুষ এবং একজন শিশু ঘটনাস্থলেই মারা যায়। অন্য একটি শিশু এবং একজন পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের তরফ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে,”উত্তরপ্রদেশের মথুরায় সড়ক দুর্ঘটনা হৃদয় বিদারক। যারা এই দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। এর সাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের প্রাপ্ত চিকিৎসা দেওয়ার জন্য প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

 

Related Articles

Back to top button
error: