নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় মৃত্যু হলো পাঁচজনের। জখম মহিলা সহ আরো আটজন। কিভাবে কিংবা কি থেকে এই বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জখমদের মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।