টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের রাজকোটের মাবড়ি এলাকায় শিবানন্দ কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন পাঁচজন করোনা আক্রান্ত রুগী। শুক্রবার সকালে ঘটা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গেছে বেশ কিছু রুগী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথমে ওই হাসপাতালের আইসিইউতে আগুন লাগে তারপর ওই আগুন ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। আহত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো তার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ঘটনার তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা করেছেন। এই ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন,”এই দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। প্রশাসন পীড়িতদের পাশে থাকার সবরকম চেষ্টা করবে। এমন দুর্ঘটনা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”