পশ্চিম ইউরোপে ভয়াবহ প্রাকৃতিক বিপর্জয়, মৃত্যু বেড়ে ১৭০
টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিম ইউরোপের জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবুর্গ প্রভৃতি দেশগুলিতে গত এক সপ্তাহ ধরে চলছে অতিবৃষ্টি জনিত ভয়াবহ বন্যা ও সঙ্গে ঝড়ো হাওয়া। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শুধু জার্মানি ও বেলজিয়ামেই মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনের মতো। এছাড়া পশ্চিম ইউরোপের অন্যান্য দেশেও ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। তবে দুর্যোগ মোকাবিলা বাহিনীর মনে করছে এই মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে। কারণ নিখোঁজ আছে কয়েক হাজার মানুষ। প্রাকৃতিক দুর্যোগ না কমা পর্যন্ত প্রকৃত মৃত্যু সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা সম্ভব নয়।
বেলজিয়ামের প্রেসিডেন্ট আলেকজান্ডার দি ক্রো বলেন, “বেলজিয়ামের ইতিহাসে এত বড় প্রাকৃতিক দুর্যোগ আর ঘটেনি।” ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বেলজিয়াম সরকার।
জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মরকেল এই প্রাকৃতিক দুর্যোগ কে ‘জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকার্য। দিন রাত ২৪ ঘন্টা চলছে ঝুঁকিপূর্ণ উদ্ধারকার্য। বিশেষ করে দুর্গম পাহাড়ী এলাকাতে উদ্ধার কার্য পরিচালনা কঠিন হয়ে পড়েছে। অবশ্য এখনো পর্যন্ত বিদ্যুৎহীন হয়ে আছে বহু এলাকা। স্থানীয়দের বয়ান অনুযায়ী বন্যায় ভেসে গিয়েছে গাছপালা গাড়ি-ঘোড়া, ভেঙে গিয়েছে ঘরবাড়ি, অফিস, দোকানপাট সব। জার্মানির দৈনিক বিল্ড এ প্রাকৃতিক দুর্যোগে ‘মৃত্যু বন্যা’ আখ্যা দিয়েছেন।
রাইনল্যান্ড রাজ্যের বাসিন্দা এ্যাগ্ৰন বেরিসচা বলেন, “১৫ মিনিটের মধ্যে ভেসে গেছে অফিস, আমার বাসা’ প্রতিবেশীর ঘর ,পানির নিচে আছে সব কিছু।” সবচেয়ে বড় বিষয় হচ্ছে পশ্চিম ইউরোপের দেশগুলি প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস দিতে পারেনি। ফলে সতর্ক হতে পারেনি জনগণ। পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো,বাঁচানো যেত বহু প্রাণ। তবে এখনই কোন আশার কথা শোনাচ্ছে না আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের মতে এখনও বেশ কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে।