ভয়ঙ্কর পরিস্থিতি! ফ্রান্সে হানা ইহুর, আক্রান্ত ১২

টিডিএন বাংলা ডেস্ক : করোনার নতুন প্রজাতির ভয়ে ত্রস্ত গোটা বিশ্ব। এরইমধ্যে ভাইরাসের নতুন রূপের সন্ধান মিলল ফ্রান্সে। কোভিডের এই নয়া রূপের নাম ইহু।

ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন নামে একটি গবেষণা সংস্থা এই নতুন প্রজাতির নামকরণ করেছে। গবেষকদের দাবি, এই নতুন প্রজাতি ভাইরাসের স্পাইক প্রোটিনে কমপক্ষে ৪৬টি নিউটেশন হয়েছে। ফলে এর সঙ্গে লড়াইয়ে কোভিডের চলতি টিকাগুলি কার্যকরী নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের মারসে শহরে ১২জন আক্রান্ত হয়েছে এই নয়া প্রজাতিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, যারা আক্রান্ত হয়েছেন তাদের অনেকেই নিয়মিত আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে ক্যামেরুনে যাতায়াত করেন। সেখান থেকেই নতুন রূপ ফরাসিদের শরীরে ঢুকছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন গবেষকরা।

ডেল্টা বা ওমিক্রনের থেকে ইহু কি বেশি ক্ষতিকারক? এখনও তা জানানোর সময় আসেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোভিড এমন একটা ভাইরাস, যার মিউটেশন হবে।