HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

কাটছেনা জট ঊচ্চ প্রাথমিকে আবার মামলা

 

টিডিএন বাংলা ডেস্কঃ  ঊচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জট আর কাটছেনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা মত ঊচ্চ প্রাথমিকের লিস্ট প্রকাশিত হতেই তাতে অস্বচ্ছতার অভিযোগ এনে আবার কলকাতা হাইকোর্টে মামলা হল। স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে পূর্ব বর্ধমানের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও মুর্শিদাবাদের সারিকুল ইসলামসহ একাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মামলা কারীরা জানিয়েছেন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ এর যে লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে অস্বচ্ছতা ও দুর্নীতি রয়েছে। লিস্টে কম নম্বর প্রাপ্তদের ইন্টারভিউ তালিকায় নাম থাকলেও যারা বেশি নাম্বার পেয়েছে সেই তালিকায় তাদের নাম নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত সোমবার উচ্চ প্রাথমিকে ১৪৩৯৯ জনের ইন্টারভিউয়ের তলিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। মামলা কারীরা বলেন, “নতুন করে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রার্থীদের প্রাপ্ত মোট নম্বরের কোন উল্লেখ নেই।”

এর ফলে বেশি নম্বর প্রাপ্তদের নাম সেই তালিকায় না থাকলেও কম নাম্বার প্রাপ্তদের নাম ওই তালিকায় দেখা যাচ্ছে। মামলাকারীর এই তালিকা প্রকাশের পর এস এস সি র সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। কিন্তু এসএসসি এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে পূর্ব বর্ধমানের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও মুর্শিদাবাদের সারিকুল ইসলাম সহ একাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মামলাকারীদের আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন অভিজিৎ ঘোষ এর নাম্বার ৭৭.৮৮,তালিকাতে অভিজিৎ ঘোষ এর নাম না থাকলেও তার থেকে কম নাম্বার প্রাপ্তদের নাম রয়েছে। তাই যথেষ্ট অনিয়মের সম্ভাবনা রয়েছে। এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার ।

Related Articles

Back to top button
error: