টিডিএন বাংলা ডেস্ক : ভারতের পর্যটকদের জন্য কোভিডের কড়া নিয়ম লাগু করেছে বরিস জনসন সরকার। পাল্টা টিট ফর ট্যাট নীতি নিয়েছে ভারতও। চাপে পড়ে সুর নরম করল ব্রিটেন।
সত্যি একেই বলে, ঠ্যালার নাম বাবাজি! ব্রিটেন ভারতীয়দের জন্য যে যে নির্দেশিকা জারি করেছিল, পাল্টা সেটাই ভারত সরকারের তরফে আরোপ করা হয়েছে দেশে আসা ব্রিটিশ নাগরিকদের জন্য। তারপরই সুর নরম করল ব্রিটেন। বরিস জনসন প্রশাসন জানিয়েছে, ভ্যাকসিন সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধান করতে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতে টিকাগ্রাহকদের সার্টিফিকেট অনুমোদন নিয়ে কিছু সমস্যা ছিল। তা মেটাতে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চলছে।
বরিস সরকার জানিয়েছিল, ব্রিটেনে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাঁদের সার্টিফিকেট গ্রহণ করা হবে। কিন্তু, সেই একই সংস্থার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড নিলে তা মান্যতা পাবে না। সেক্ষেত্রে ভারতীয়রা সেদেশে পা রাখলেই বাধ্যতামূলক ১০ দিনের আইসোলেশনে থাকার নির্দেশিকা জারি হয়েছিল। এই নির্দেশকে বৈষম্যমূলক বলে ভারত সরকারও পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। ব্রিটেনের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও তিনবার আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল থেকেই তা কার্যকর হয়েছে।