টিডিএন বাংলা ডেস্ক: হাথরসের বিতর্কিত জেলাশাসককে প্রবীণ কুমার লক্ষকারকে
বদলী করলো উত্তরপ্রদেশ সরকার। তাকে পাঠানো হয়েছে মির্জাপুরে। উল্লেখ্য, গত বছর হাথরসে এক দলিত তরুণীর গণধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় হয়ে উঠে দেশ। এরই মাঝে দলিত পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।