দিল্লি পুরসভার উপ নির্বাচনে আম আদমী পার্টির দাপট, শুন্য হাতে ফিরতে হলো বিজেপিকে

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি পুরসভার উপ নির্বাচনে আম আদমী পার্টির দাপট। কার্যত শুন্য হাতে ফিরতে হলো বিজেপিকে। জানা গিয়েছে, আজ দিল্লি পুরসভার উপ নির্বাচনে ৫টি ওয়ার্ডের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে আম আদমি পার্টি। ১টিতে জয়ী কংগ্রেস।