লাখিমপুর কান্ডে পুলিশের কাছে হাজিরা অভিযুক্ত মন্ত্রীপুত্র আশীষ মিশ্রের

টিডিএন বাংলা ডেস্কঃ উত্তরপ্রদেশের লাখিমপুরে কয়েকদিন আগেই আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিরোধী রাজনৈতিক দলগুলি ও গণসংগঠনগুলি এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। সংযুক্ত কিষান মোর্চা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সমস্ত অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। ঘটনায় অভিযুক্ত মন্ত্রীপুত্র আশীষ মিত্রকে নিখোঁজ বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। অবশেষে আজ শনিবার মন্ত্রী জানান তার ছেলে খুব শীঘ্রই পুলিশের কাছে হাজির দেবেন। ঘোষণার পরপরই আশীষ মিশ্র হাজিরা দিলেন পুলিশের কাছে। আশীষ মিশ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়োগ করা হয়। উল্লেখ্য যে, মন্ত্রী অজয় মিশ্র তার ছেলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করেছেন।