রাজ্য

শিক্ষকতাকে শুধু চাকুরী হিসেবে নয় বরং সেবা হিসেবে মনে করে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগের শপথ নিল আদর্শ শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, বহরমপুর: অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন (আইটা)র মুর্শিদাবাদ জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে। জেলার বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও গবেষকদের উপস্থিত লক্ষ্য করা যায় শনিবারের সম্মেলনে। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মহ মোতালেব, রাজ্য প্রতিনিধি হিসেবে জানে আলম, মহ আমিনুল ইসলাম ও সেলিম রেজা মারুফ হোসেন শেখ এবং জেলা সভাপতি মহ: মফিজুর রহমান ও প্রমুখ। আর্দশ শিক্ষক সমিতির রাজ্য সহসভাপতি জানে আলম তথা নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় এদিনের সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মহ: মফিজুর রহমান বলেন, ১৯৯২ সাল থেকে পথ চলা শুরু এই জনপ্রিয় ও দায়িত্বশীল শিক্ষক সমিতির। মূলত শিক্ষকদের আর্দশ শিক্ষক হিসেবে গড়ে তোলা এবং সমাজ গঠনে তাদের সক্রিয় ও মহান ভূমিকা পালনের জন্য উৎসাহিত করাই হল এই ব্যতিক্রমী শিক্ষক সমিতির উদ্দেশ্য। সমাজ গঠন ও শিক্ষক প্রসঙ্গ সেশন ২০২১-২৪ র জন্য জেলা কমিটি নির্বাচন ছিল এই সম্মেলনের অন্যতম বিষয়।

নির্বাচনে সাত সদস্যের জেলা উপদেষ্টা কমিটি গঠন হয়। উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন জানে আলম। এর আগে তিনি ২০১২ সাল থেকে জেলা সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। শুধু তাই নয় তিনি এই সংগঠনের রাজ্য সহ সভাপতিও আছেন এবং সম্পাদক মহ মফিজুর রহমান হিসেবে নির্বাচিত হন।

জানে আলম বলেন, শিক্ষকতা মানে কেবল জীবিকা নয়। শিক্ষকতার মাধ্যমে সমাজ পুনর্গঠনের কাজ করলে ঈশ্বরের নৈকট্য লাভ করা হয়। একটা শ্রেণীকক্ষের মধ্যে দিয়েই দেশের গতি নির্ধারিত হয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শিক্ষকতাকে চাকুরী হিসেবে নয় বরং সেবা হিসেবে মনে করে দেশ ও জাতি গঠনে আমাদের আত্মনিয়োগ করতে হবে।

Related Articles

Back to top button
error: