HighlightNewsরাজ্য

৩ মাসেও ক্ষতিপূরণ না পেয়ে রসুলপুরের ক্ষুদ্ধ আলুচাষিরা অবরোধ করলেন জিটি রোড

টিডিএন বাংলা ডেস্ক: অনেক আবেদন-নিবেদন সত্ত্বেও ৩ মাসেও ক্ষতিপূরণ না পেয়ে এবার মেমারির রসুলপুরের ক্ষুদ্ধ আলুচাষিরা অবরোধ করলেন জিটি রোড। এদিন মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করেই কার্জন গেট চত্বরে অবরোধ চালিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত আলুচাষিরা। ওই ক্ষতিগ্রস্ত আলুচাষিদের দাবি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি জেলাশাসকের কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কোনো ভাবেই অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় জি.টি রোডে যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, ৩ মাস পূর্বে মেমারির রসুলপুরে তিরুপতি হিমঘরে রাখা আলুচাষিদের বহু কষ্টে উৎপাদিত আলু হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিতে নষ্ট হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এই আলু বিক্রি করেই চলে তাদের সংসার। কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন ভাবে টালবাহানা করে তাদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানা ও বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।

Related Articles

Back to top button
error: