HighlightNewsরাজ্য

শিয়ালদহ রুট চালুর পর ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রীদের ভিড় দেখে খুশি কর্তৃপক্ষ

টিডিএন বাংলা ডেস্ক: শিয়ালদহ স্টেশন থেকে বৃহস্পতিবার প্রথম যাত্রীবাহি ট্রেন যাত্রা শুরু করে। আর যাত্রীবাহি ট্রেন যাত্রা শুরু হতেই হাসি ফুটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের মুখে। প্রথম দিনেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে মোট যাত্রী হয়েছিল ৩১ হাজার ৩৭ জন। এরমধ্যে শুধুই শিয়ালদহ স্টেশন থেকে ১২৬৮১ জন যাত্রী ট্রেনে চেপে ছিল। আর গতকাল শুক্রবার যাত্রিদের ভীর আরও একটু বৃদ্ধি পেল। শুক্রবার এই রুটে যাত্রীর সংখ্যা ছিল ৩১৮৮৩ জন। এরমধ্যে শিয়ালদহ স্টেশন থেকেও যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৮ জন। যাত্রিদের এই ভীর দেখে রীতিমত খুশি মেট্রো আধিকারিকরা।

বুধবার পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে যাত্রী হত গড়ে তিন হাজার করে। ফলে এই মেট্রো পথে ক্রমশ্য আর্থিক ক্ষতি বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালু হওয়ার ফলে গত দু’দিনে সেই হাল কিছুটা ভালো হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “প্রায় ১০ গুণ যাত্রী বেড়েছে। ভবিষ্যতে ৫০ হাজার হবে বলে আশা।”

Related Articles

Back to top button
error: