টিডিএন বাংলা ডেস্ক: অ্যালার্ম বেজে ওঠায় বড়সড় ব্যাঙ্ক ডাকাতি আটকানো সম্ভব হল পুরুলিয়ায়। যদিও পুলিশ পৌঁছনোর আগেই চম্পট দেয় ডাকাত দলটি। তাদের খোঁজে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। এর ঠিক কয়েকদিন আগে পুরুলিয়ার একটি সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। কয়েকদিনের ব্যবধানে বারবার ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হুড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কয়েকজন ডাকাতের একটি দল হুড়া বাজার এলাকার একটি ব্যাঙ্কে হানা দেয়। কিন্তু তারপরেই অ্য়ালার্ম বেজে ওঠায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চম্পট দেয় ডাকাত দলটি।
গভীর রাত পর্যন্ত পুলিশের তরফে তল্লাশি চালানো হয়। তবে ডাকাত দলটি সঙ্গে করে দুটি ব্যাগ এনেছিল। ব্যাঙ্কের ভিতরেই সেগুলি ফেলে রেখে পালায় তারা। ডাকাত দলটি কোথা থেকে এসেছিল তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা।