টিডিএন বাংলা ডেস্ক : করোনা আবহে নির্দিষ্ট সময়ের অনেক কম খোলা থাকছে ব্যাঙ্ক। এরমধ্যে আবার চলতি মাসে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সোমবার অর্থাৎ আগামিকাল থেকে শুক্রবার পর্যন্ত উৎসবের কারণে ছুটি থাকছে।
কী কী দিন ছুটি থাকছে? ১৯ তারিখ গুরু রিপুচের উৎসব। সেই উপলক্ষে সিকিমের রাজধানী গ্যাংটকে পরিষেবা পাবেননা ব্যাঙ্ক গ্রাহকরা। ২০ তারিখ ঈদ-উল-আজহার। সেই উপলক্ষে জম্মু শ্রীনগর, কোচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ তারিখ আইজল, কোচি, ভুবনেশ্বর তিরুবনন্তপুরম এবং গ্যাংটক বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ তারিখ মাসের চতুর্থ শনিবার। সেই দিনও পাওয়া যাবেনা ব্যাঙ্কিং পরিষেবা।
তবে এই দিনগুলি মোবাইল বা নেট ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে।