টিডিএন বাংলা ডেস্ক : বিটকয়েন সহ নানা ক্রিপ্টোকারেন্সির অপব্যবহার নিয়ে সম্প্রতি সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইঙ্গিত দিয়েছিলেন ভারতে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে সরকার। সেই ইঙ্গিত সত্য করে বিল আনা হচ্ছে সংসদে। দুই কক্ষে তা পাশ হয়ে গেলে অনলাইন মাধ্যমে সমস্ত প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা হবে।
এএনআই সূত্রে খবর, আসন্ন শীতকালীন অধিবেশনে ‘দা ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১’ আনতে চলেছে সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকে বিলের ব্যাপারে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। এই বিল আনতে সচেষ্ট হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এমনই খবর সূত্রের।
সূত্রের খবর, প্রাইভেট ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হলেও সরকার ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি ব্যবহারের অধিকার ও ক্ষমতা রাখতে চাইবে নিজের হাতেই। এই বিল অনুযায়ী, ডিজিটাল মুদ্রা তৈরি ও চালানোর এক্তিয়ার থাকবে শুধুমাত্র রিজার্ভ ব্যাংকের কাছে।