টিডিএন বাংলা ডেস্ক: সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বেড়ানোর পর কাশ্মীরেও ঘোড়া কেনাবেচা করতে চাইছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার অভিযোগ, কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব খাটানো শুরু করেছে গেরুয়া শিবির। হয় প্রলোভন নয় চাপ সৃষ্টি করে বিরোধী দলের প্রার্থীদের নিজেদের দিকে এনে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তারা। শুধু তাই নয়, প্রার্থীর আত্মীয়কে গ্রেপ্তার করে বলা হয়েছিল যদি তিনি আপনি পার্টিতে যোগ দেন তবেই মুক্তি পাবেন ওই আত্মীয়।এভাবে গণতন্ত্রকে অপমান করা হচ্ছে। আর প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে কাজে লাগিয়েই তা করা হচ্ছে।