টিডিএন বাংলা ডেস্ক: আগামী তিন বা চার তারিখ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, প্রার্থী ঘোষণার জন্য বিভিন্ন জেলা থেকে সম্ভাব্য প্রার্থীর নাম বাছাই করা হচ্ছে। পরিশেষে দেখা হবে কারা নির্বাচিত হন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ৭ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ রয়েছে তাতেই অনেক লোক সংখ্যা হবে এবং বিগেড যে উপচে পড়বে। তৃণমূলকে এক হাত তিনি জানিয়েছেন, গতকাল তৃণমূল সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করতে গেছিল কিন্তু তা করেনি। আগের বছর আগে থেকেই সম্ভাব্য প্রার্থীর নাম তালিকা ঘোষণা করে দিয়েছিল। ফলে তাদের লোকসভায সিট গায়েব হয়ে গেছিল। তাই এবারে তারা একটু ভেবেচিন্তে কাজ করছে। দেখছে আগে বিজেপি কেমন প্রার্থী দেয় তার পরেই তারা প্রার্থী দেবে।