টিডিএন বাংলা ডেস্ক: ‘অননুমোদিত মাদ্রাসা’গুলিকে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশর বিজেপি সরকার। যদি তা না করা হয় তাহলে প্রতি দিন ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ সরকারের সংখ্যালঘু কল্যাণ বিভাগ ২৩ অক্টোবর জারি করা একটি নির্দেশে এই কথা বলা হয়। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়, যে শুধুমাত্র উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন (UPBME)-এর সাথে নিবন্ধিত মাদ্রাসাগুলিকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ইউপিবিএমই জানিয়েছে যে রাজ্যে ১৯,২১৩ টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ১৬,৪৬১ টি ইউপি সরকার দ্বারা স্বীকৃত।
সরকারি আদেশে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ‘অননুমোদিত মাদ্রাসার’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই আদেশে আরও বলা হয়েছে, “অননুমোদিত মাদ্রাসাগুলো” ইউপি মাদ্রাসা শিক্ষা আইন ২০০৪ ও ইউপি মাদ্রাসা শিক্ষা বিধিমালা ২০১৬ এর বিধান লঙ্ঘন করছে।
জমিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশ ইউনিটের সেক্রেটারি মাওলানা জাকির হুসাইন এই নির্দেশ প্রসঙ্গে বলেন, “রাজ্যের মাদ্রাসাগুলিকে কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার জন্য তাদের অবৈধ নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি আরও বলেন, “মাদ্রাসাগুলি শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করছে, তারা প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা দিতে পারবে না।”
ইউপি বোর্ড অফ মাদ্রাসা শিক্ষার চেয়ারম্যান ইফতিখার আহমেদ জাভেদ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন যে, মাদ্রাসাগুলি অধিকার লঙ্ঘন করছে। তিনি আরও বলেন, “মাদ্রাসার বিষয়ে শিক্ষা বিভাগসহ কারও হস্তক্ষেপ করার অধিকার নেই। শুধুমাত্র (সংখ্যালঘু বিভাগ) এটা করতে পারে।”
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিজেপি সরকার ৪ হাজার মাদ্রাসার বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে। যার মধ্যে অনেকগুলিই ভারত-নেপাল সীমান্তে অবস্থিত। বিজেপি সরকার এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বিদেশি তহবিল পাওয়ার অভিযোগ এনেছে। কিন্তু মুসলিম গোষ্ঠীগুলো এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সূত্র- মাক্তুব মিডিয়া