“নোটবন্দি ও লকডাউন করে বিজেপি সরকার অগণিত পরিবার ধ্বংস করে দিয়েছে”; তেলেঙ্গানার এক ছাত্রীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: গতকালই পূর্ণ হয়েছে নোট বন্দির চতুর্থ বছর। আর তার ঠিক কয়েকদিন আগেই ২ নভেম্বর তেলেঙ্গানার এক অংক স্নাতকের ছাত্রী ঐশ্বর্য রেড্ডি, নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। মৃত্যুর আগে একটি চিঠিতে তিনি লিখে যান, বর্তমানে তার পরিবারের আর্থিক অনটনের কারণে তাঁর পড়াশোনার খরচ তাঁর পরিবারের কাছে একটা বোঝায় পর্যবসিত হয়েছে। তাই পরিবারের ঘাড় থেকে বোঝা নামাতে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরের উল্লেখ করে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদির বিরুদ্ধে নোটবন্দি এবং লকডাউন প্রসঙ্গে ক্ষোভ উগড়ে  দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি টুইট করে তিনি লিখেছেন,”এই অত্যন্ত দুঃখের সময়ে এই ছাত্রীর পরিবারের সঙ্গে আমার সমবেদনা রয়েছে। জেনে বুঝে বিজেপি সরকারের করা নোট বন্দি এবং লকডাউন অগণিত পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এটাই সত্যি।”