বিহার বিধানসভা নির্বাচনের আগে ৭০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা করল বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের নেতৃত্বে বিজেপি ৭০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে।
বিহার বিজেপি প্রধান সঞ্জয় জয়সওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কমিটির চেয়ারম্যান-সহ-আহ্বায়ক করা হয়েছে যেখানে, দলের রাজ্য ইউনিটের সাধারণ সম্পাদক দেবেশ কুমার এর সহ-আহ্বায়ক হবেন।

তিনি আরো বলেছেন, উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন আর কে সিং, গিরিরাজ সিং এবং অশ্বিনী কুমার চৌবের ওই ৭০ সদস্যের কমিটির অংশ হবেন।

প্রসঙ্গত, অক্টোবর-নভেম্বর মাসে বিহারের ২৪৩ সদস্যের বিধানসভা নির্বাচনের কথা রয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ দলের নির্বাচনী প্রচার দলকে নেতৃত্ব দেবেন।

বিহার বিজেপি প্রধান আরো জানিয়েছেন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী ড: মঙ্গল পান্ডে নির্বাচন পরিচালনা দলের চেয়ারম্যান-সহ-আহ্বায়ক থাকবেন এবং কৃষিমন্ত্রী প্রেম কুমার ইশতেহার কমিটির সভাপতিত্ব করবেন। বিহার বিজেপি বিধানসভা ভোটে এনডিএর তিন-চতুর্থাংশ আসন জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।