টিডিএন বাংলা ডেস্ক: বিভাজন তৈরি করতেই বিজেপি লাভ জিহাদের তত্ত্ব তৈরি করেছে। ট্যুইটারে এমনই মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তিনি লিখেছেন, ‘লাভ জেহাদ একটা শব্দ যেটা বিজেপি দেশে বিভাজন ছড়ানোর লক্ষ্যে তৈরি করেছে। বিয়েটা ব্যক্তি স্বাধীনতার বিষয়। তাই বিয়ে রুখতে আইন আনাটা বোকামি। ভালবাসায় জেহাদের কোনও জায়গা নেই। এটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক সংহতি নষ্ট করার একটা অপচেষ্টা।’ পাশাপাশি তিনি বলেন, লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই। আর এর বিরুদ্ধে কোনও আইন আনা মানে সংবিধানকে অমান্য করা এবং প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করা।