টিডিএন বাংলা ডেস্ক : এপ্রিল মাসে কলকাতায় হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মুখ্যমন্ত্রীর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। আর এখানেই সমস্যায় পড়েছে বঙ্গ বিজেপি। কেন?
বাংলার ভোটে ভরাডুবির কারণে দলীয় কর্মীদের মনোবল এমনিতেই তলানিতে। তার ওপর মোদি যদি মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে রাজ্য সরকারের কর্মসূচিতে যোগ দেন, তাহলে দলীয় কর্মীদের মনোবল আরও কমে যাবে। তাই বঙ্গ বিজেপি নেতারা চান, এপ্রিলের আগে একবার অন্তত ঘণ্টাখানেকের জন্য হলেও বিজেপির কোনও কর্মসূচিতে আসুক নরেন্দ্র মোদি। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে কলকাতায় আসার আগে বিজেপির নেতা হিসেবে আগে আসুন মোদি। এমনটাই চান বঙ্গ নেতারা। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। বিজেপি সূত্রে খবর, মোদির কাছে সেই আবদার করেছেন তারা। মোদি তাদের আশ্বস্ত করলেও, কবে তিনি আসতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি।