ভাঙবে বিজেপি, আসবে পরিবর্তন, উত্তরপ্রদেশে জোটের সম্ভাবনা উস্কে বললেন পাওয়ার

টিডিএন বাংলা ডেস্ক : ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হচ্ছে বিধানসভা ভোট। এরই মধ্যে রাজ্য বিজেপিকে চাপে ফেলে মঙ্গলবার দল ছেড়েছেন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য-সহ পাঁচ বিধায়ক। এই ঘটনা বিজেপি-র জন্য ‘বড় ধাক্কা’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার বিজেপিতে আরও ভাঙনের ভবিষ্যতবানী করে বোমা ফাটালেন শরদ পাওয়ার। তার মতে ভোটের আগে আরও ঢল নামবে বিজেপি-তে। তিনি দাবি করেছেন, বিজেপির কমপক্ষে ১৩ জন মন্ত্রী-বিধায়ক বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দেবেন। তাঁর আরও দাবি, ‘পরিবর্তন আসছে। আগামীদিনে BJP-র মুখোশ খুলবে।’ পাশাপাশি তিনি আগামী বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে তার দল এনসিপির জোট সম্ভাবনাকেও উস্কে দিলেন।

এদিন তিনি বলেন, ‘আজ মৌর্যজি দল ছাড়লেন আগামীদিনে BJP-র আরও ১৩ বিধায়ক দল ছাড়বেন। এনসিপি এখানে সমাজবাদী পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভোটে লড়বে।’ তিনি আরও বলেন, ‘উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন খুঁজছেন। আমরা অবশ্যই সে রাজ্যে পরিবর্তন দেখতে পাব। বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে। উত্তরপ্রদেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন।’

উল্লেখ্য যে, পূর্ব ঘোষণা অনুযায়ী কোভিডের পরিস্থিতির মধ্যেই এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে প্রথম বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। এরপর গোয়া, পঞ্জাব ও উত্তরাখণ্ড আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট। ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ মার্চ।