টিডিএন বাংলা ডেস্ক: কৃষি আইনের মাধ্যমে ভোটের খরচ তুলবে বিজেপি। এই অভিযোগ তুলে কেন্দ্রের নয়া কৃষি আইনের কপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দাবি, গত কয়েক বছরে নির্বাচনের খরচ বাড়িয়েছে বিজেপি। এই তিন আইনের মাধ্যমে নির্বাচনের খরচ তুলবে তারা। বিজেপি বলছে কৃষকরা দেশের যে কোনও প্রান্তে ফসল বিক্রি করতে পারবেন। দেশে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১ হাজার ৮৬৮ টাকা। কিন্তু উত্তরপ্রদেশ-বিহারে ৯০০ থেকে ১০০০ টাকায় ধান বিক্রি হয়। কৃষকরা কোথায় তাঁদের ফসল বিক্রি করবেন? আসলে কৃষকরা সারা দেশে ফসল বিক্রি করতে পারবেন না। শিল্পপতি ফসল কিনে বিপুল দামে বিক্রি করবেন।
কেজরিওয়াল বলেন, এখনও পর্যন্ত আন্দোলনে ২০ জন কৃষকের মৃত্যু হয়েছে। আমি কেন্দ্রের কাছে জানতে চাই, ঠিক কতজনের মৃত্যু হলে আপনাদের টনক নড়বে?