গাছ কাটার সময় দড়িতে জড়িয়ে দূরে ছিটকে পড়ে মৃত্যু হল বালকের

ছবিঃ সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্কঃ শনিবার সকালে নিউ টাউনের হাতিয়াড়ার মাঝেরপাড়ায় নারকেল গাছ কাটছিল শ্রমিকরা। গাছ কাটা দেখতে দড়ি ধরে থাকা শ্রমিকদের কাছেই দাঁড়িয়েছিল এক বালক। হঠাৎই গাছ উপড়ে পড়তে শুরু করে। শ্রমিকদের হাত থেকে ফসকে যায় দড়ি। আর দুর্ভাগ‍্য ক্রমে সেই দড়ির সঙ্গে জড়িয়ে যায় বালকটিও। প্রায় তিরিশ ফুট দূরে উড়ে গিয়ে পড়ে ওই বালক!
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রোহন আলি মণ্ডল (১০) নামে ওই বালকের।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বালকের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় ইকো পার্ক থানায়। ইকো পার্ক থানা সূত্রে খবর, তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন ওই জমিতে প্রোমোটিং এর জন্য একটি পুকুরও ভরাট করা হচ্ছে। স্থানীয় ওয়ার্ডের কোঅর্ডিনেটর মহম্মদ মহসিন আহমেদ বলেন, ওই গাছ কাটার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।

রোহনের মা নাসিমা বিবি এবং বাবা রহমান মণ্ডলের একমাত্র ছেলে রোহন। রোহনের কাকা মহম্মদ মইদুল মণ্ডলের অভিযোগ, ‘”নারকেল গাছ উপর থেকে ধাপে ধাপে কাটার কথা। কিন্তু এ ক্ষেত্রে বৈদ্যুতিন করাতের ব্যবহারে গাছটি গোড়া থেকে কাটা হয়। তার জেরে দড়ির টান সামলাতে পারেননি শ্রমিকেরা। তাঁরা দড়ি ছেড়ে দিয়েছিলেন। দড়ির বাড়তি অংশের সঙ্গে কোনও ভাবে রোহন জড়িয়ে উড়ে গিয়েছিল।”