HighlightNewsদেশ

বাজেটে বদল হলো না আয়কর ছাড়ে

টিডিএন বাংলা ডেস্ক : মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত চাকরিজীবীদের আশায় জল। বাজেটে আয়কর ছাড়ের ক্ষেত্রে কোনও বদল হলো না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার ঘোষণা করেন, ব্যক্তিগত আয়কর মকুবের উর্ধ্বসীমা অপরিবর্তিত থাকছে।

চাকরিজীবীদের প্রত্যাশা ছিল, করযোগ্য আয় নির্ধারণের জন্য বর্তমানের তুলনায় উর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। কিন্তু তা হয়নি। আর্থিক ক্ষতির পরিমাণ লক্ষ্যমাত্রার মধ্যেও ধরে রাখতে পারেনি কেন্দ্র। অর্থমন্ত্রী জানিয়েছে, ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হাতবদলের ক্ষেত্রে ৩০% কর দিতে হবে। তবে বিশেষভাবে সক্ষমদের জন্য কর ছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। আয়করে সার দেওয়া হচ্ছে পেনশনভোগী, জাতীয় পেনশন প্রকল্প করে ছাড় বেড়ে হলো ১৪%। সীতারমণ বলেছেন, ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই স্তরের আওতায় আনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৪% টাকা দেয় কেন্দ্র। রাজ্যের ক্ষেত্রে ১০% দেওয়া হয়। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য ট্যাক্স ডিডাকশন সীমা ১০ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে।

পাশাপাশি কোঅপারেটিভ সোসাইটির কর ১২% থেকে কমিয়ে ৭% করা হলো। কর্পোরেট ট্যাক্স ১৮% থেকে কমিয়ে ১৫% করা হলো। অর্থমন্ত্রী জানান, প্রত্যক্ষ কর প্রদান পরিষেবা প্রক্রিয়া আরও সরল করা হবে।

Related Articles

Back to top button
error: