কাশ্মীরের পাম্পোরে এক সাব-ইন্সপেক্টরের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, চলছে তদন্ত

টিডিএন বাংলা ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোর এলাকায় রহস্যজনকভাবে এক পুলিশ সাব-ইন্সপেক্টরের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃত ওই সব ইন্সপেক্টরের নাম ফারুক আহমেদ মীর। তিনি পাম্পোরার লেথপেরায় ২৩ নম্বর ব্যাটালিয়ন আইআরপি-তে পোস্টড ছিলেন।

প্রাথমিক তদন্তের জানা গেছে, গতকাল সন্ধ্যায় ফারুক আহমেদ মীর বাড়ি থেকে ধানক্ষেতের দিকে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তার হৃদযন্ত্রের কাছে গুলির মতো চিহ্ন পাওয়া গিয়েছে। মৃত ওই সব ইন্সপেক্টরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।