HighlightNewsদেশ

বোরখা খুলতে বাধ্য ‘ করা হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে

টিডিএন বাংলা ডেস্ক: যত কাণ্ড সেই মধ্যপ্রদেশে। সাংঘাতিক অভিযোগ এবার উঠে এল বিজেপি শাসিত ওই রাজ্য থেকে। বাইক আরোহী এক তরুণীকে বোরখা খুলতে বাধ্য করানো হল। তাঁর সঙ্গে ছিলেন এক তরুণ। তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশের বিরুদ্ধে উঠেছে গুরু পাপে লঘু দণ্ড দেওয়ার অভিযোগ। ওই দুই যুবককে গ্রেফতার করার পরিবর্তে ধমক দিয়ে ছেড়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে ইসলাম নগরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণের বাইকে চেপে যাচ্ছিলেন তরুণী। বোরখা পড়ে ছিলেন তরুণী। রাস্তায় ছিল বেশ কয়েকজন যুবক। আচমকাই তারা পথ আটকায়। ওই যুবককে ঘিরে ধরে। অভিযোগ তরুণীকে বোরখা খুলতে বাধ্য করা হয়। সেই সঙ্গে নানান কুমন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ঘটনা। ভিডিয়োতে দেখা গেছে, ওই তরুণী জোর হাতে ক্ষমা চাইছেন। যেন বোরখা পড়ে তিনি কত বড়ো অপরাধ করেছেন। কোনও দয়া না পাওয়ায় একটা সময় ওই তরুণী হাউমাউ করে কেঁদে ফেলেন। তারপরেও তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা যুবককে ছেড়ে দিতে অস্বীকার করে অভিযুক্তরা।
ভিডিয়ো দেখে পুলিশ দুই যুবককে আটক করে। যদিও তাঁদের সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে তারা যাতে এই ধরনের ঘটনা না ঘটায়, সেই জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: