HighlightNewsরাজ্য

বিপর্যস্ত পাট শিল্পকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আশার আহ্ববান জানালো কলকাতা হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: বছরের পর বছর অবহেলা এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলার ঐতিহ্য পাট শিল্প। এবার কলকাতা হাইকোর্টে এই পাট শিল্প সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে ধুঁকতে থাকা পাট শিল্পকে বিলিন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আশার আহ্ববান জানালো বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টের এই রায়কে তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই রায়ে বিচারপতি বলেন, ‘পাট শিল্প শুধু বাংলা নয়, গোটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শিল্পের কী ভাবে পুনরুজ্জীবন ঘটানো যায় সেদিকে নজর দিতে হবে সবাইকে। এর জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন তা-ই করতে হবে।’ আর সেই কাজে জুট কমিশনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিচারপতি।

জানা গিয়েছে, জুট কমিশন প্রস্তাবিত একটি বিজ্ঞপ্তিতে কাঁচা পাটের দাম এক কুইন্টালে সাড়ে ৬ হাজার টাকা ধার্য করা হয়েছে। কিন্তু জুট কমিশনের ধার্য করা এই দাম মাত্রারিক্ত বলে দাবি করেছে জুট মিল অ্যাসোসিয়েশন। এই মাত্রারিক্ত মূল্যে কাঁচা মাল কিনলে ব্যবসা বন্ধ হয়ে যাবে বলেই আশংকা করছেন তারা। আর সেই কারণেই এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিল জুট মিল অ্যাসোসিয়েশন। মামলাকারীদের বক্তব্য, কমিশনের বিজ্ঞপ্তিতে কাঁচা পাটের পরিবহণ, হ্যান্ডলিং এবং স্টোরেজ খরচের বিষয় বিবেচনা করা হয়নি। তা না করেই কাঁচা পাটের দাম বেঁধে দেওয়া হয়েছে। যদিও আদালত এদিন জানিয়ে দেয় পাটের দাম নির্ধারণের জন্য অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। জুট কমিশনকেই সেই কাজ করতে বলেছে আদালত। তবে দাম যেন অত্যধিক বৃদ্ধি না পায় সেই দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
error: