HighlightNewsরাজ্য

তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি বৃদ্ধি মামলা স্থগিত সুপ্রিম কোর্টে

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে করা সম্পত্তি বৃদ্ধির মামলা সাময়িক ভাবে স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূলের ১৯ জন বিধায়ক ও নেতার বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলায় ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দিয়ে ছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। শুক্রবার সেই আপিলের শুনানিতে এদিন এই মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। এই রায় বার হতেই সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমরা অভিযোগ করেন, সিপিএম এবং বিজেপির নেতাদেরও নাম থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেবল তৃণমূলের নেতাদের নামই প্রচার করছে বিরোধীরা।

Related Articles

Back to top button
error: