HighlightNewsরাজ্য

আবারও এসএসসি দুর্নীতি মামলায় পার্থকে হাজিরার নির্দেশ দিল সিবিআই

টিডিএন বাংলা ডেস্ক: আবারও স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দুর্নীতি মামলায় বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সকাল ১১টার মধ্যে রাজ্য সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সিবিআই। ইতিপূর্বে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিলেও পার্থ-র থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই এদিন আবারও তাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। তবে এবার পার্থ চট্টোপাধ্যায় সিবিআই নির্দেশ মেনে হাজিরা দেবেন নাকি আবারও হাজিরা এড়িয়ে যাবেন সেই প্রশ্ন উঠছে।

আজ তাকে ঠিক কি বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এসএসসি প্যানেল নিয়ে বাগ কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই বিষয়েই তাকে প্রশ্ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এসএসসি মামলায় তাঁর আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন শিল্পমন্ত্রী। এরপরেই তিনি সিবিআই দফতরে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে।

ইতিপূর্বেই এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিন্‌হার নেতৃত্বাধীন কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল কলকাতা হাই কোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। মূলত তাঁর নির্দেশেই এই কমিটি গঠন করা হয়ে ছিল। সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Related Articles

Back to top button
error: