HighlightNewsরাজ্য

ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্তও সিবিআই করবে, জানালো হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক : রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্তও সিবিআই করবে, জানালো হাইকোর্ট। সিবিআই রামপুরহাটের হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর সেই কাণ্ডের সঙ্গে যেহেতু ভাদু শেখ হত্যাকাণ্ড অতপ্রত ভাবে জড়িত তাই এই তদন্তভারও নিজ হাতে নিতে চেয়েছিল। অন্যদিকে ভাদু শেখের পরিবারও সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিল। সিবিআই তদন্তের দাবিতে তারা হাইকোর্টে মামলাও করেছিল। অবশেষে শুক্রবার ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্তও সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ শুনানিতে জানিয়ে দেয়, ভাদু শেখের খুনের ঘটনা এবং বগটুইয়ের অগ্নিকাণ্ডের ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রধান বিচারপতির আরও বক্তব্য, সম্পূর্ণ হিংসা কার মদতে হয়েছে তা জানতে, ঘটনার সত্য সন্ধানে ও প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য এই মামলার তদন্ত করুক সিবিআই।

উল্লেখ্য যে, ২১ মার্চ, সোমবার সন্ধ্যায় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িতে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৯ জনের। নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু। বগটুইয়ের হত্যার ঘটনায় প্রথমে সিট এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। উভয় ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে একাধিক অভিযুক্ত।

Related Articles

Back to top button
error: