Highlightদেশ

দেশের কয়লা সংকটের জন্য পাহাড় পরিমাণ ঋণ সহ একাধিক কারণে রাজ্যগুলিকেই দায়ী করল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্কঃ কয়লার অভাবে ধুঁকছে ভারতের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি। যার জেরে দেশজুড়ে শুরু হয়েছে তাপবিদ্যুৎ সংকট। এবার কেন্দ্র সরকার এই কয়লা সংকট বা বিদ্যুৎ সংকটের জন্য রাজ‍্য সরকার গুলিকেই দায়ী করলো। কেন্দ্র জানিয়েছে যে, রাজ্যগুলোর কাছে কোল ইন্ডিয়ার (Coal India) প্রায় ২০ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। কয়লা মন্ত্রক রাজ‍্যগুলিকে চিঠি লিখে তাঁদের বকেয়া মেটানোর কথা বলে দিয়েছে।

কেন্দ্রের অভিযোগ, রাজ্যগুলো কয়লার উত্তলনে গাফিলতি করেছে, তার উপরে কোল ইন্ডিয়ার থেকেও ঠিকমতো কয়লা আমদানি করেনি। যার ফলে এই কয়লার সংকট সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, কয়লা মন্ত্রক বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসেই চিঠি লিখে রাজ‍্যগুলিকে কয়লার ভাণ্ডার মজুত রাখতে এবং কয়লা উত্তোলন করতে বলে ছিল। তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ড, রাজস্থান আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কয়লা খনি আছে। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে কোথাও একদমই খনন করা হয়নি। আবার কোথাও খুব কম কয়লা উত্তলন করা হয়েছে- এমনই অভিযোগ কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের। কয়লা মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্রের উপর ৩ হাজার ১৭৬ কোটি টাকা বকেয়া রয়েছে। উত্তর প্রদেশের উপর ২ হাজার ৭৪৩ কোটি টাকার বকেয়া। পশ্চিমবঙ্গের উপর ১ হাজার ৯৫৮ কোটি টাকার বকেয়া। আর তামিলনাড়ুর উপর ১ হাজার ২৮১ কোটি টাকা এবং রাজস্থানের উপর ৭৭৪ কোটি টাকা বকেয়া। এদিকে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, ২০ লক্ষ টন কয়লা মঙ্গলবার তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: