টিডিএন বাংলা ডেস্ক : পরপর তিনবার। সময় পেরিয়ে গেলেও সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিধি তৈরি করতে পারল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই সংক্রান্ত বিধি তৈরির জন্য তৃতীয়বার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই আবেদন মঞ্জুর করে আরও তিন মাস মন্ত্রককে সময় দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি।
গত মাসেই এই মেয়াদ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যসভা ও লোকসভার সংসদীয় কমিটির কাছে অনুমতি চাওয়া হয়েছিল। দুই সংসদীয় কমিটির থেকেই সেই আবেদনে সম্মতি মিলেছে। তিন মাস নাকি ৬ মাস, কতদিনের জন্য এই মেয়াদ বাড়ানো হলো, তা অবশ্য স্পষ্ট নয়। লোকসভার সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান ওয়াইএসআর কংগ্রেসের বালাসোরি বল্লভভানেনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনও বিল আইনে পরিণত করার ক্ষেত্রে নির্ধারিত সময় পেরিয়ে গেলে মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রীতিমাফিক আবেদন করা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক আবেদন করলে তাদের অনুমতি দেওয়া দস্তুর।
এই ইস্যুতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, বিজেপি সিএএ তৈরি করেছে রাজনীতি করার জন্য। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ, অসমে বিভাজনের রাজনীতি করার জন্য আনা হয়েছিল। সেই কৌশল ওদের কাজে আসেনি।”